সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বারিষাব ইউনিয়ন

উইকিপিডিয়া

বারিষাব ইউনিয়ন

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটি ইউনিয়ন
বারিষাব ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বারিষাব
ইউনিয়ন
৪ নং বারিষাব ইউনিয়ন
নীতিবাক্য: আল্লাহ্ আপনার মঙ্গল করুন
বারিষাব বাংলাদেশ-এ অবস্থিত
বারিষাব
বারিষাব
বাংলাদেশে বারিষাব ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১২′২.২৫৭″ উত্তর ৯০°৩৮′১.৫৮৬″ পূর্ব উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাকাপাসিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকারগনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সরকার
 • নেতাআব্দুল করিম (শান্তি)
আয়তন
 • মোট৩৯.৮৫ কিমি(১৫.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৬০,১৩৯
 • জনঘনত্ব১৫০০/কিমি (৩৯০০/বর্গমাইল)
স্বাক্ষরতার হার
 • মোট৯৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৭৪৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট Edit this at Wikidata

অবস্থানসম্পাদনা

বাংলাদেশ এর গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত ইউনিয়ন। পুর্ব দিকে এ.এ.এইচ তৌফিক পাবলিক সার্ভিসের রাস্তার শেষ সিমান্ত পর্যন্ত। পাশের নদী নদীর অপর প্রান্তে মনোহরদী উপজেলা পশ্চিম প্রান্তে বারিষাব । উত্তর দিকে টোক ইউনিয়ন। পশ্চিমে আমরাইদ - আমরাই বাজার। দক্ষিণ দিকে চালার বাজার - ঘাগটিয়া চালা আব্দুল করিম সাহেব রাস্তার শেষ সিমান্ত পর্যন্ত বারিষাব ইউনিয়ন।

প্রশাসনিক অঞ্চলসম্পাদনা

এই ইউনিয়ন ২৬ টি গ্রাম নিয়ে গঠিত যা ১৭ টি মৌজার আওতাভুক্ত:
লোহাদী২৩৮৩৪৪০০২০২০
নরসিংপুর১০১৫১৪৬৫২৪৮০
দুর্লভপুর৪৯৭৬২৩১১২০
বারাব১০০০১২৪৩২২৫০
কিত্তোনিয়া১০৪৮১১৯৫২২৪৩
পরিয়াব৭০৭৮০০১৫০৭
নয়ানগর১০০৩১২৯১২২৯৪
দামুয়ার চালা৬০০৬৪৭১২৪৭
ডাওরা৫৯৮৬৪৩১২৪১
১০বানার হাওলা১১১১১১৯০২৩০১
১১গাঁওরার২৫১২২৫৭২৫০৮৪
১২ভেরার চালা২৪৮৩০১৫৪৯
১৩বরির চালা৯০৩৩৬৫১৪৬৮
১৪নরোত্তম পুর১৪৯৪১৫৩৬৩০৩০
১৫চেংনা৫০১৫৯৬১০৯৭
১৬শ্যামপুর১৬৩৯১৭০০৩৩৩৯
১৭বারিষাব১৪৯৪১৫৩৬৩০৩০
১৮আল-আরাফাত বাড়ী২৪০২৭০৫১০
১৯চৌকার চালা৩৫৮৩৯৮৭৫৬
২০পিংগুলি৮০২৯০৬১৭০৮
২১চরদুর্লভ খাঁ৩৩১১৩৫০৫৬৮১৬
২২জালার চর৫৩৫৬১০৯
২৩কুশদী২৮০৩২৯০২৫৭০৫
২৪বর্জাপুর৬০০৬৭০১২৭০
২৫ভিকার টেক১২০০১৩৫০২৫৫০
২৬ছেলদিয়া১২৫০১২৮০২৫৩০

কাঠামোসম্পাদনা

বারিষাব ইউনিয়ন পরিষদে ইউনিয়নের সকল ভোটারদের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান। প্রধান ব্যাক্তি।এবারে নির্বাচিত হয়েন জনাব এস.এম.আতাউজ্জামান বাবলু। ১জন দফাদার হেলাল। গ্রাম পুলিশ  আছেন 9 জন।
পাশাপাশি মেম্বার আছেন প্রতি ওয়ার্ড থেকে ১জন করে মোট ৯ জন। প্রতি ৩টি ওয়ার্ড থেকে ১জন করে মহিলা মেম্বার আছেন।

জনসংখ্যাসম্পাদনা

মোট জনসংখ্যা ৬০১৩৯, পুরুষ ৩১,০০০জন, মহিলা-২৯,১৩৯ জন।

ভাষা ও সংস্কৃতিসম্পাদনা

বারিষাব অঞ্চলের ভাষার আঞ্চলিক কিছুটা ভিন্নতর।
খেয়েছেন=খাইছুইন
বুঝেছেন=বুজচুইন
বলেছিলাম=কইসলাম
বারান্দা=ওসরা
মাচা=ওগাইর

খাল ও নদীসম্পাদনা

গিয়াসপুর বাজারের দক্ষিন পাশে বয়ে গেছে দিঘী ইউনিয়নের পুর্ব সীমানা ঘেষে বয়ে গেছে ব্রহ্মপূত্রনদী। ইউনিয়নের মধ্যে ৬ নং ওয়ার্ডের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে বানার নদী। মাছ রাঙ্গা বিল, নরাইট বিল,আন্ধার গুনি আরও নানা নামের খাল বিল রয়েছে।

যোগাযোগব্যবস্থাসম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা হিসেবে বাস আছে। কাপাসিয়া বাসস্টেন্ড থেকে বাসে উঠে সোজা আমরাইদ বাজার নেমে  পূর্বের রাস্তা এ.এ.এইচ তৌফিক  পাবলিক  সার্ভিসের  দিকে অটো রিক্সা অথবা সি এন জি, এমনকি শেলো ইঞ্জিন চালিত যান চলে। গ্রামের সাধারণ মানুষ  শেলো চালিত এই বিশেষ যানটিকে স্থানীয় লোকজন নসিমন বা টমটম বলে থাকতেন।
অটো রিকশা, বেটারি চালিত রিকশা, সি এন জি, এবং  ইজি বাইক চলে অাসায়   ২০১৯ সাল থেকে টমটম এর চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এখানে দুই দল যান বাহন  রয়েছে এক দল এ.এ.এইচ তৌফিক  পাবলিক  সার্ভিস রাস্তা  ধরে গিয়াসপুর বাজারে পাশ দিয়ে সোজা বারিষাব  বাজার চলে যাবে। তাই গিয়াসপুর বাজার চৌরাস্তায় নেমে একটু উত্তর দিকে এগিয়ে যেতে হবে। আর অন্য দল একই রাস্তা দিয়ে গিয়াসপুর চৌরাস্তায় এসে উত্তরের মোর নিয়ে বাজারের বিতর দিয়ে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা  দিয়ে চালার বাজার যাবে। তাই সি এনজি বা মোটরসাইকেল  করে সোজা গিয়াসপুর বাজার চৌরাস্তা। চৌরাস্তার  উত্তর দিকের  রাস্তা ধরে একটু সামনে  আসলেই পশ্চিম পাশে গিয়াসউদ্দিন উচ্চ  বিদ্যালয়  এর সামনে   ইউনিয়ন অফিস। মালামাল পরিবহনের জন্য ভ্যান, পিকাপ, লরি, ট্রলি ইত্যাদি চলাচল করে।

শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা

এই ইউনিয়নে কারিগরী কলেজ ১টি, প্রাথমিক বিদ্যালয় ১১টি, মাদ্রাসা ৯টি, মাধ্যমিক বিদ্যালয় ৭টি রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়সম্পাদনা

  • লোহাদী উচ্চ বিদ্যালয়
  • শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয়
  • কির্তুনীয়া ইছব আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়
  • নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়
  • সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • চরদুর্লভ খান আঃ হাই সরকার উচ্চ বিদ্যালয়

দর্শনীয় স্থান

ধর্মীয় প্রতিষ্ঠানসম্পাদনা

এই ইউনিয়নে একাধিক মসজিদ রয়েছে। এছাড়া চরদুর্লভ খাঁ কেরামতিয়া ঈদগাহ নামে এক বিশাল ঈদগাহ মাঠ রয়েছে।

অর্থনীতিসম্পাদনা

ব্যবসা বানিজ্যসম্পাদনা

কাপাসিয়া উপজেলায় প্রচুর দেশী ফল উ্ৎপাদিত হয়। প্রতিদিন প্রত্যেক স্থানীয় বাজারে প্রচুর ফলের আমদানী হয়।  পোল্ট্রি খামার ও মৎস্য খামার করে অনেক লোক সাবলম্বি হয়েছে ।

হাটবাজারের তালিকাসম্পাদনা

  • গিয়াসপুর বাজার
  • বারিষাব বেলতলী বাজার
  • পল্লী বাজার
  • নুরার বাজার
  • সিংগুয়া বাজার
  • চৌকারচালা বাজার

তথ্যসূত্রসম্পাদনা

আলোচনা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমী